মেঘ থমথমে দিনগুলোতে এই আলো ঝলমলে নগরীর মানুষগুলোর মুখ কেমন যেন থমথমে হয়ে যায় । স্টেশন এ পা দিয়েই মনে হলো বসে থাকা মানুষগুলো সব মনমরা । মুঠোফোনের দিকে তাকিয়ে খুঁজে নিচ্ছে জীবনের আনন্দ । এরা বৃষ্টি কেন ভালবাসেনা ?
ট্রেন চলা শুরু হলে একের পর এক পেরিয়ে যায় স্টেশন । ভিতরের আরামদায়ক উষ্ণতাও মানুষগুলোর মুখে এতটুকু পরিবর্তন আনেনা । সবাই যেন মগ্ন অন্য কিছুতে ।
ট্রেনের জানালা দিয়ে দূর থেকে দেখা শহরটাকে যেন মনে হলো অদ্ভুতুড়ে একটা কিছু । বৃষ্টি, কুয়াশা শহরের আলোগুলোকে ম্লান করে দিয়েছে ।সেই সাথে ম্লান করে দিয়েছে যেন এদের জীবনের আনন্দও । পরিণত করেছে একটা মৃত নগরীতে ।
রেডফার্ন স্টেশন এ একজন কে চোখে পড়ল প্লাটফর্ম এর পিলার এ হেলান দিয়ে বই পড়ছে ।আমার মাঝে মাঝেই এমন কেন হয় যাকে তাকেই চেনা মানুষ ভেবে ভুল করি ।
সেন্ট্রাল স্টেশন এ নেমে পড়লাম । প্লাটফর্ম এ দ্রুত ধাবমান গার্ড কে পেরিয়ে হঠাৎ চোখ পড়ল ট্রেনের শেষ বগিতে দাঁড়িয়ে থাকা এক রেলকর্মীর দিকে ।থমকে গেলাম । কি ভাবছে ও ? এত গভীর দৃষ্টি কেন ? গার্ড এর হুইসেল এর শব্দের এর সাথে সাথে চলা শুরু করলো ট্রেন আর সেই সাথে আমি । প্লাটফর্ম বদলে চড়ে বসলাম chatswood গামী ট্রেনে ।
আমি রিঙ্কুদি'র বাড়িতে যাচ্ছি । একের একের পর এক স্টেশন পেরিয়ে ট্রেনটা যখন নর্থ এর দিকে যেতে থাকে, এক ধরনের উতকন্ঠা কাজ করে আমার ভিতরে ।এর আগেও বহুবার হয়েছে । ভবিষ্যতেও হবে । ট্রেনের যান্ত্রিক কন্ঠস্বর যখন বলে ওঠে "this station is North Sydney" তখন আমার তৃষ্ণার্ত চোখ প্লাটফর্ম এর এমাথা ওমাথা চষে ফেলে নিমেষে । অসংখ্য অফিসফেরতা মানুষের গিজগিজে ভিড় । ঘরে ফিরে যাচ্ছে সবাই । সবাই কি ঘরে ফেরে ? নাকি কেউ কেউ ঘরহীন ঘরেও ফেরে ?
ট্রেন থেকে নেমে হাঁটতে থাকি রিঙ্কু দির বাড়ির দিকে । বৃষ্টিটা এখন একটু ধরে এসেছে ।এখন শহরটাকে আর মৃত মনে হচ্ছেনা । রাস্তার পাশে একটা বার চোখে পড়ল । বাইরের শেড দেওয়া জায়গায় গ্যাসবাতি জ্বালানো হয়েছে একটু উষ্ণতার জন্য । ছোটছোট গোল টেবিল ঘিরে হাইচেয়ার এ বসে আছে মানুষেরা । সুখী মানুষেরা । মাঝে মাঝে গলায় ঢালছে জ্বলন্ত তরল । হাসির কলরোল ছড়িয়ে দিচ্ছে বৃষ্টিভেজা বাতাসে ।সেই হাসি কিছুটা হলেও উষ্ণ করে দিচ্ছে আশেপাশের পরিবেশকে ।
আমি আবার হাঁটতে থাকি । একা ।মাথার ভিতরে ঘুরতে থাকেন রবীন্দ্রনাথ
"বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও॥
নয়কো বনে, নয় বিজনে নয়কো আমার আপন মনে--
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও॥
সবার পানে যেথায় বাহু পসারো,
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।
গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে--
সবার তুমি আনন্দধন, হে প্রিয়, আনন্দ সেই আমারও॥"
আমাকে ভিজিয়ে যায় ঝিরঝিরে বৃষ্টি আমি হাঁটতে থাকি দ্রুত ।
No comments:
Post a Comment