আমার ইনবক্স এ মাঝে মাঝেই বার্তা আসে । কুশল বার্তা ।
আপু কেমন আছ ? দিন কেমন গেল ? ইত্যাদি ইত্যাদি
আমি হেসে হেসে উত্তর দেই ..ভালো আছি ..অনেক ভালো আছি ...প্রমাণস্বরূপ সঙ্গে লাগিয়ে দেই একটা প্রানখোলা হাসির ইমো ।
কারো কারো বার্তা পড়ে আমি অঝোরে কাঁদতে থাকি ....কিন্তু প্রতিউত্তরে আমি লিখি আমি ভালো আছি, সঙ্গে লাগিয়ে দেই হাসির ইমো ...
এই ইমো আইকনগুলো বড়ই কার্যকরী । মানুষকে ধোঁকা দিতে ।
মানুষ শুধু আনন্দের সঙ্গী হতে চায়, কষ্টের নয় ... কান্নার কখনই নয় ।
তাই যাই হোক না কেন ... বুকের ভিতর উথালপাথাল যন্ত্রণা নিয়েও তোমাকে হাসতে হবে ...
আপু কেমন আছ ? দিন কেমন গেল ? ইত্যাদি ইত্যাদি
আমি হেসে হেসে উত্তর দেই ..ভালো আছি ..অনেক ভালো আছি ...প্রমাণস্বরূপ সঙ্গে লাগিয়ে দেই একটা প্রানখোলা হাসির ইমো ।
কারো কারো বার্তা পড়ে আমি অঝোরে কাঁদতে থাকি ....কিন্তু প্রতিউত্তরে আমি লিখি আমি ভালো আছি, সঙ্গে লাগিয়ে দেই হাসির ইমো ...
এই ইমো আইকনগুলো বড়ই কার্যকরী । মানুষকে ধোঁকা দিতে ।
মানুষ শুধু আনন্দের সঙ্গী হতে চায়, কষ্টের নয় ... কান্নার কখনই নয় ।
তাই যাই হোক না কেন ... বুকের ভিতর উথালপাথাল যন্ত্রণা নিয়েও তোমাকে হাসতে হবে ...
অনেক সময় ইমোটিকনগুলো ধোঁকা যথেষ্ট শক্তি খুঁজে পেতে পারে না। বরং যাকে ধোকা দিতে ইমোটিকনগুলোকে পাঠানো হয়, সেই ওদের ধোঁকা দিয়ে দেয়।
ReplyDelete*ধোঁকা দেবার মত
Delete