Tuesday, 27 August 2013

ফসিল

কোন এক সমৃদ্ধ প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ এর মত
দাঁড়িয়ে আছি নড়বড়ে আমি,
খসে খসে পড়েছে, বুকের নীল দেয়ালের পলেস্তারা বহু আগেই
কিন্তু তুমি কখনো জানোনি...
মাটির গহীনে কোন এক বদ্ধ কুঠুরিতে এখনও রয়েছে ফসিল কোনও
বহু বহু প্রত্নতত্ত্ববিদ অনেক খুঁজেও পায়নি যার সন্ধান
কিন্তু তুমি কখনও করোনি তার খোঁজ
তবুও এই ঘুণে ধরা হাঁড় পাঁজর নিয়ে আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি
হয়তো, হয়তো তুমি পেরিয়ে আসছ শত সহস্র আলোকবর্ষ পথ...
কোন সুদূর নক্ষত্রমণ্ডলে তোমার বসবাস?
যে শত সহস্র আলোকবর্ষ পেরিয়ে, কৃষ্ণগহ্বর পেরিয়েও
আমার তীব্র আকুতি পৌঁছেনা তোমার কাছে
আর কতটা পথ বাকী তোমার?
প্রত্নতত্ত্ববিদের উন্মত্ত্ব কুঠার এর আঘাতে
আপাদমস্তক ভেঙ্গে পড়বার আগে তুমি পারবে কি পৌঁছতে
পাবে কি সেই ফসিলের সন্ধান ?

No comments:

Post a Comment