Thursday, 1 August 2013

প্রিয় রঙ্কু



রঙ্কু,
শুভ জন্মদিন অসংখ্যবার লিখতে ইচ্ছা হচ্ছে শুভ জন্মদিন রঙ্কু শুভ জন্মদিন
জানি আজকের বাস্তবতায় এই চিঠি তোমার পড়তে ইচ্ছা হবেনা কিন্তু আমার লিখতে ইচ্ছা হলো
বাংলাদেশে এখন বর্ষা ঘোর বর্ষা আমি তোমাকে দেওয়া জন্মদিন এর কার্ড গুলো দেখছিলাম একটা কার্ডে লেখা "বৃষ্টির দিনে জন্মেছিলে তাই কি বৃষ্টি এত ভালো লাগে ?" বৃষ্টি আমার ভালো লাগে সবসময় লাগত তবে দূর থেকে দেখতে আর শব্দ শুনতে ভিজতে সেভাবে কখনো ইচ্ছা হয়নি ঠান্ডা লাগার ভয় কিনা জানিনা বা না ভিজতে ভিজতে হয়ত অভ্যাস হয়ে গিয়েছিল নতুন কিছু করে দেখার ইচ্ছা টা হয়ত মরে গিয়েছিল ভিতর থেকে

আমি এখন বৃষ্টিতে ভিজতে শিখেছি তুমি যাবার পরে অনেক ভিজেছি কি আশ্চর্য !! ঠান্ডা কিছুতেই লাগলনা !! তোমাকে কাছে পাবার ইচ্ছাতে ঠিক তোমার মত করে  ভেবেছি আমি অসুস্থ হলে হয়ত তুমি আসবে একবার দেখতে তো আসবে  যেমন তুমি আম্মাকে কাছে পাবার জন্য জ্বর বাধাতে চাইতে ভবিষ্যতেও হয়ত অনেক ভিজবে বৃষ্টিতে অনেক ঘুরবে নতুন নতুন জায়গায় সেইসব পাহাড়ে যেসব পাহাড়ে গেলে, চারিদিক সবুজে ভরা সেই পাহাড়  দেখলে মানুষ চোখের পলক ফেলতে ভুলে  যায় একসাথে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম বাংলাদেশে গেলে সবাই  মিলে যাব মানুষ কত কিছু ভাবে !!

ভালো থেক ভালো থেক ভালো থেক অনেক ভালো অনেক অনেক ভালো তোমার স্বপ্নগুলো পরিপূর্ণ দেখার অপেক্ষায় আছি আবারও ভালো থেক শুভ জন্মদিন
জুলাই, ২০১৩

No comments:

Post a Comment