যেন দীর্ঘদিন ধরে আমি একটা সপ্নে নিমজ্জিত হয়ে রয়েছি
বার বার জেগে উঠতে চেয়েও হয়েছি ব্যর্থ--
আর্তচিৎকারে কাঁপিয়ে দিয়েছি চারিপাশ,
তবুও ভাঙেনি ‘রিপভ্যান উইঙ্কেল’ এর এই ঘুম
অবশেষে পরাজিত আমি সখ্য গড়েছি সপ্নের সাথে
প্রতিদিন আমার সপ্নে সারি বেঁধে আসে-- চেনা অচেনা মুখ
আসে শৈশব,
তুমি... শিশু --- আসে মৃত্যু
আমার মগজে ঘোড়ার খুরের ক্ষিপ্রতা নিয়ে করে দাপাদাপি ...আমাকে ভীষণ রক্তাক্ত করে ...তৃষ্ণার্ত করে –
তখন আমি যন্ত্রণা পান করি ...
তোমাতে আকণ্ঠ নিমজ্জিত আমি শুধু যন্ত্রণা পান করি ........
বার বার জেগে উঠতে চেয়েও হয়েছি ব্যর্থ--
আর্তচিৎকারে কাঁপিয়ে দিয়েছি চারিপাশ,
তবুও ভাঙেনি ‘রিপভ্যান উইঙ্কেল’ এর এই ঘুম
অবশেষে পরাজিত আমি সখ্য গড়েছি সপ্নের সাথে
প্রতিদিন আমার সপ্নে সারি বেঁধে আসে-- চেনা অচেনা মুখ
আসে শৈশব,
তুমি... শিশু --- আসে মৃত্যু
আমার মগজে ঘোড়ার খুরের ক্ষিপ্রতা নিয়ে করে দাপাদাপি ...আমাকে ভীষণ রক্তাক্ত করে ...তৃষ্ণার্ত করে –
তখন আমি যন্ত্রণা পান করি ...
তোমাতে আকণ্ঠ নিমজ্জিত আমি শুধু যন্ত্রণা পান করি ........
No comments:
Post a Comment