মুহূর্তে সচকিত হয়ে উঠি
চেনা কারো পায়ের শব্দ, খুব চেনা...
চাবির শব্দ, দিন শেষে বাড়ি ফিরে ঘর খোলার চাবি
একটা অদ্ভুত রকম ঝনঝন শব্দে বাজে ওই চাবি
আর কেউ পারেনা ওভাবে বাজাতে ...
বহুদিন যেন কেউ খোলেনা দরজা বাইরে থেকে ...
উৎকণ্ঠ আমি অপেক্ষায় থাকি ...অপেক্ষায় থাকি
কেউ ফিরবে একসময় ... সেই একই চেনা আর ভয়ঙ্কর রকম সুন্দর করে বাজতে থাকবে তার হাতের চাবি
আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনবো ...শুনবো
একসময় বাতাসে মিলিয়ে যায় শব্দ ...
তবুও বাকরুদ্ধ আমি ... স্মিত হেসে বলি
আবার বাজাও তুমি তোমার হাতের চাবি
অনন্তের পানে চেয়ে আমি বসে আছি,বসে আছি
কেবলই বসে আছি ।
চেনা কারো পায়ের শব্দ, খুব চেনা...
চাবির শব্দ, দিন শেষে বাড়ি ফিরে ঘর খোলার চাবি
একটা অদ্ভুত রকম ঝনঝন শব্দে বাজে ওই চাবি
আর কেউ পারেনা ওভাবে বাজাতে ...
বহুদিন যেন কেউ খোলেনা দরজা বাইরে থেকে ...
উৎকণ্ঠ আমি অপেক্ষায় থাকি ...অপেক্ষায় থাকি
কেউ ফিরবে একসময় ... সেই একই চেনা আর ভয়ঙ্কর রকম সুন্দর করে বাজতে থাকবে তার হাতের চাবি
আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনবো ...শুনবো
একসময় বাতাসে মিলিয়ে যায় শব্দ ...
তবুও বাকরুদ্ধ আমি ... স্মিত হেসে বলি
আবার বাজাও তুমি তোমার হাতের চাবি
অনন্তের পানে চেয়ে আমি বসে আছি,বসে আছি
কেবলই বসে আছি ।
No comments:
Post a Comment