আমার অপরাধবোধ আমাকে একমুহুর্তের জন্য স্বস্তি দেয়না
আমি সারা রাত ঘুমাতে পারিনা
যদিবা দুচোখের পাতা এক হয় ঘুমের ঘোরে সেই স্পর্শ আমাকে অস্থির করে তোলে
আমি বুঝতে পারিনা কি করবো
কি করে মুক্তি পাব এই কষ্ট থেকে
এই নির্বাসন থেকে মুক্তি কি মিলবেনা আমার ?
আমি অপেক্ষায় থাকবো
সেই সুদিনের ....
No comments:
Post a Comment