Thursday 27 June 2013

Diary

আমার ইনবক্স এ মাঝে মাঝেই বার্তা আসে । কুশল বার্তা ।
আপু কেমন আছ ? দিন কেমন গেল ? ইত্যাদি ইত্যাদি
আমি হেসে হেসে উত্তর দেই ..ভালো আছি ..অনেক ভালো আছি ...প্রমাণস্বরূপ সঙ্গে লাগিয়ে দেই একটা প্রানখোলা হাসির ইমো ।
কারো কারো বার্তা পড়ে আমি অঝোরে কাঁদতে থাকি ....কিন্তু প্রতিউত্তরে আমি লিখি আমি ভালো আছি, সঙ্গে লাগিয়ে দেই হাসির ইমো ...
এই ইমো  আইকনগুলো বড়ই কার্যকরী । মানুষকে ধোঁকা দিতে ।
মানুষ শুধু আনন্দের সঙ্গী হতে চায়, কষ্টের নয় ... কান্নার কখনই নয় ।
তাই যাই হোক না কেন  ... বুকের ভিতর উথালপাথাল যন্ত্রণা নিয়েও তোমাকে হাসতে হবে ...

Tuesday 25 June 2013

বিস্রস্ত জর্নাল


মেঘ থমথমে দিনগুলোতে এই আলো ঝলমলে নগরীর মানুষগুলোর মুখ কেমন যেন থমথমে হয়ে যায় । স্টেশন এ পা দিয়েই মনে হলো বসে থাকা মানুষগুলো সব মনমরা । মুঠোফোনের দিকে তাকিয়ে খুঁজে নিচ্ছে জীবনের আনন্দ । এরা বৃষ্টি কেন ভালবাসেনা ?
ট্রেন চলা শুরু হলে একের পর এক পেরিয়ে যায় স্টেশন । ভিতরের আরামদায়ক উষ্ণতাও মানুষগুলোর মুখে এতটুকু পরিবর্তন আনেনা । সবাই যেন মগ্ন অন্য কিছুতে ।
ট্রেনের জানালা দিয়ে দূর থেকে দেখা শহরটাকে যেন মনে হলো অদ্ভুতুড়ে একটা কিছু । বৃষ্টি, কুয়াশা শহরের আলোগুলোকে ম্লান করে দিয়েছে ।সেই সাথে ম্লান করে দিয়েছে যেন এদের জীবনের আনন্দও । পরিণত করেছে একটা মৃত নগরীতে ।
রেডফার্ন স্টেশন এ একজন কে চোখে পড়ল প্লাটফর্ম এর পিলার এ হেলান দিয়ে বই পড়ছে ।আমার মাঝে মাঝেই এমন কেন হয় যাকে তাকেই চেনা মানুষ ভেবে ভুল করি ।

সেন্ট্রাল স্টেশন এ নেমে পড়লাম । প্লাটফর্ম এ দ্রুত ধাবমান গার্ড কে পেরিয়ে হঠাৎ চোখ পড়ল ট্রেনের শেষ বগিতে দাঁড়িয়ে থাকা এক রেলকর্মীর দিকে ।থমকে গেলাম । কি ভাবছে ও ? এত গভীর দৃষ্টি কেন ? গার্ড এর হুইসেল এর শব্দের এর সাথে  সাথে চলা শুরু করলো ট্রেন আর সেই সাথে আমি । প্লাটফর্ম বদলে চড়ে বসলাম chatswood গামী ট্রেনে ।

আমি রিঙ্কুদি'র বাড়িতে যাচ্ছি । একের একের পর এক স্টেশন পেরিয়ে ট্রেনটা যখন নর্থ এর দিকে যেতে থাকে, এক ধরনের উতকন্ঠা কাজ করে আমার ভিতরে ।এর আগেও বহুবার হয়েছে । ভবিষ্যতেও হবে । ট্রেনের যান্ত্রিক কন্ঠস্বর যখন বলে ওঠে "this station is  North Sydney" তখন আমার তৃষ্ণার্ত চোখ প্লাটফর্ম এর এমাথা ওমাথা চষে ফেলে নিমেষে । অসংখ্য অফিসফেরতা মানুষের গিজগিজে ভিড় । ঘরে ফিরে যাচ্ছে সবাই । সবাই কি ঘরে ফেরে ? নাকি কেউ কেউ ঘরহীন ঘরেও ফেরে ?

ট্রেন থেকে নেমে হাঁটতে থাকি রিঙ্কু দির বাড়ির দিকে । বৃষ্টিটা এখন একটু ধরে এসেছে ।এখন শহরটাকে আর মৃত মনে হচ্ছেনা । রাস্তার পাশে একটা বার চোখে পড়ল । বাইরের শেড দেওয়া জায়গায় গ্যাসবাতি জ্বালানো হয়েছে একটু উষ্ণতার জন্য । ছোটছোট গোল টেবিল ঘিরে হাইচেয়ার এ বসে আছে মানুষেরা । সুখী মানুষেরা । মাঝে মাঝে গলায় ঢালছে জ্বলন্ত তরল । হাসির কলরোল ছড়িয়ে দিচ্ছে বৃষ্টিভেজা বাতাসে ।সেই হাসি কিছুটা হলেও উষ্ণ করে দিচ্ছে আশেপাশের পরিবেশকে ।
আমি আবার হাঁটতে থাকি । একা ।মাথার ভিতরে ঘুরতে থাকেন রবীন্দ্রনাথ

"বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও॥
নয়কো বনে, নয় বিজনে নয়কো আমার আপন মনে--
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও॥
সবার পানে যেথায় বাহু পসারো,
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।
গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে--
সবার তুমি আনন্দধন, হে প্রিয়, আনন্দ সেই আমারও॥"


আমাকে ভিজিয়ে যায় ঝিরঝিরে বৃষ্টি আমি হাঁটতে থাকি দ্রুত ।

Sunday 16 June 2013

অনুশোচনা


 কাউকে ভালোবেসে বা কারো আবেগের মূল্য দিতে গিয়ে
কখনো জলাঞ্জলি দিওনা নিজের আজন্ম লালিত সপ্নকে
হোকনা সে যতই আপন
কারণ ওই সপ্নই তোমার পরিচয়
কেননা এমন সময় আসতে পারে সেই আপন মানুষ
তোমার সপ্ন পূরণ করতে না পারার কষ্টগুলোকে তাচ্ছিল্য করবে
তোমার যোগ্যতা কে দাড়িপাল্লায় মাপবে
চোখে আঙ্গুল  দিয়ে দেখিয়ে দেবে তোমার ব্যর্থতাকে
উপহাস করবে তোমার আবেগকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবে