Wednesday 30 October 2013

গন্তব্য

মধ্যরাত্রি
আনন্দ হাসিতামাশা পানাহার শেষে বন্ধুরা ফিরে গেছে যে যার ডেরায়
স্টেশনে শেষ ট্রেনের অপেক্ষায় আমি
ট্রেন আসবে, ঠিক সময়মত ঘড়ির কাঁটা মিলিয়ে
আমাকে নিয়ে যাবে, নামিয়েও দেবে ঠিক তিনটে ষ্টেশন পরে
কিন্তু আমি গন্তব্যে পৌঁছবনা কারণ আমার কোন গন্তব্য নেই
আমি ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে চেনা রাস্তা ধরে রোবটের মত যেতে থাকব
পথ চিনতে আমার কোন ভুল হবেনা
আমি হাঁটব অঙ্ক কষে কষে
বাম থেকে ডানে, তারপর কিছুটা সোজা হেঁটে আবার বামে
পথে হয়ত দেখা হয়ে যাবে আমারই মত গন্তব্যহীন কোন এক পাঁড় মাতাল এর সাথে
তার খিস্তি খেউড় কে অগ্রাহ্য করে আমি হাঁটতে থাকব, এমনভাবে
যেন কেউ আমার জন্য অপেক্ষায় আছে
যেন ঘরে ফিরলেই কেউ আমাকে আগলে নেবে তার দুবাহুতে  
আমার বাম চোখের কোণে-- ভুরুর ঠিক উপরে, ঠিক ওইখানে যেখানে মায়েরা নজরফোঁটা দিয়ে রাখে--
একটা অভিমানভরা আলতো চুম্বন দিয়ে বলবে “এত দেরি ? আমি কখন থেকে বসে আছি”
আমি সেই তার কাছে নিজেকে সমর্পণের নেশায় আরও দ্রুতগতিতে হাঁটতে থাকব
তারপর বড় রাস্তা পেরিয়ে আমি একটা ফুলের গন্ধভরা গলিতে ঢুকে যাব  
মহুয়া, গন্ধরাজ আর হাস্নাহেনার গন্ধে আমি কিছুক্ষণ ঝিম মেরে থাকব
তারপর আবার হাঁটতে থাকব এবড়োখেবড়ো গলিটা ধরে
এরই মধ্যে ব্যাগ থেকে বের করে নেব ঘরের চাবি
আমি প্রায় পৌঁছে গেছি
আমি দরজা খুলব সন্তর্পণে, যেন প্রতিবেশীরা না জাগে
আমি একটা অন্ধকার ঘরে ঢুকব
হাতের পাশেই আলো জ্বালবার সুইচ থাকবে কিন্তু আমি আলো জ্বালবোনা
শুন্য ঘরের নির্মম বাস্তবতাকে দুচোখ দিয়ে দেখব
কিন্তু আমার চোখ দিয়ে একফোঁটাও অশ্রু ঝরবেনা
এমনকি আমি কোন দীর্ঘশ্বাস ও ফেলবোনা
এভাবেই প্রতিদিন আমি ঘরে ফিরব কিন্তু গন্তব্যে পৌঁছবনা

কারণ আমার কোন গন্তব্য নেই ...

Friday 11 October 2013

আশীর্বাদ

তুমি বললে “আমার সমস্ত আশীর্বাদ, সমস্ত মঙ্গলআকাঙ্ক্ষা তোমাদের জন্য
তোমরা এগিয়ে যাও”
নিজের আজন্ম লালিত সপ্নকে ডুবিয়ে দেবার কষ্টকে বুকে চেপে  
তোমার কান্নাভেজা কণ্ঠ পিছনে ফেলে,
ভালবাসার হাত ধরে ছুটে চলে গেলাম
ঝাঁ চকচকে রেস্তোরাঁর মায়াবি আলোর আয়োজনে  
জুলাই শেষের সিঙ্গাপুর, ভ্যাপসা বাতাস, চারিদিকে নয়নাভিরাম কাঠমল্লিকার ঝোপ
কিন্তু এতটুকু সুবাস ছিলনা বাবা, জানো ?
তোমার আশীর্বাদ কি ভুল ছিল বাবা ? নাকি আমি ওগুলোকে ভুলে ফেলে এসেছিলাম ?
সেংকাং এর সেই গগনচুম্বী অট্টালিকার সুইমিং পুলের ধারে
মনে পড়েনা আর …
শুধু এটুকু জানি, ওরা আমার সাথে আসেনি বাবা এই রুক্ষ লাল মাটির দেশে 

মার্চের গনগনে বাংলাদেশ, কৃষ্ণচূড়া আর পলাশের আগুন চারিদিকে
ছায়া ভরা টিনের বাড়ীটা ম ম করছে সজনে ফুল, আমের মুকুল আর লেবু ফুলের গন্ধে
সকাল থেকে আত্মীয়রা একে একে এসেছেন শেষবার দেখা করতে
কোণার ঘরে দুপুরের নামাজ শেষে জায়নামাজে বসে আছেন নানু
দুজনকে কাছে টেনে নিয়ে বললেন “আল্লাহ তোমাদের সকল ইচ্ছা পূর্ণ করুন
ফুটফুটে একটা সন্তান হোক তোমাদের, আমার দোয়া রইল”  
বিদায় নেবার সময় হয়ে এল
তখন রাত, নিয়মমাফিক লোডশেডিং এর অন্ধকার চারিদিকে
বিশাল মহুয়া গাছটার ফাঁকে, মস্ত বড় একটা চাঁদ উঠেছে
আজ পূর্ণিমা নাকি ? চাঁদটাকে আরেকবার দেখে নিয়ে
থলিভর্তি আপনার দোয়া নিয়ে আমি ফিরে এলাম নানু
চার হাজার মাইল বিমানভ্রমণের কথা মনে হতেই আমার ক্লান্তি এল
আমি ভালবাসার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম
এর ফাঁকে কখন যেন আপনার সব দোয়া থলি থেকে পড়ে, বিমানের জানালা গলিয়ে
বৃষ্টি হয়ে ঝরে ঝরে গেছে বাংলাদেশের আকাশে
নানু, আমি জানতেও পাইনি

এখন অক্টোবর, সিডনীর বাতাসে  শুধুই জুঁই ফুলের গন্ধ  
এখানে যদিও শিউলি ফোটেনা, তবুও সাড়ম্বরে মা দুর্গা আসেন তার সন্তান সন্ততি নিয়ে
লাল টালির বাড়ীটার নীচতলা এই প্রচণ্ড গরমেও বেশ ঠাণ্ডা
সিঁড়ি দিয়ে নীচে নামতে নামতে বলি … ‘দিদি আমি যাই’
দোতলা থেকে ভেসে এল “আচ্ছা এস … দুর্গা দুর্গা”
নীচতলার ঘরে প্রতিধ্বনি হল “দুর্গা দুর্গা”
কিন্তু আমি জানি দিদি
ঢালাই লোহার সাদা গেট পেরিয়ে বড় রাস্তায় উঠতে না উঠতেই  
তোমার দুর্গা আমাকে ছেড়ে যাবেন
যেমনটা গ্যাছে আমার বাবার আশীর্বাদ, আমার নানুর দোয়া
তবে এবার আমি ঘুমে অচেতন থাকবনা
এবার আমি, হাসিমুখে তার চলে যাওয়া দেখব …




রুমি'র কবিতা থেকে অনুবাদ

ভঙ্গ হোক তোমার নিরন্তর মৌনতা
কেঁপে কেঁপে উঠুক তোমার হৃদয়
জেগে উঠুক তোমার ভালবাসা
তারি জন্য আমার অনন্ত প্রতীক্ষা...

অনুকাব্য

আজ এখানে বসন্ত, ঠিক এইখানে ... আমার মনের ভেতর
মুঠো ভরে তুলে এনেছি বেল ফুল আর তার ছায়া ছায়া মায়া

কিন্তু তুমি পাওনি তার খোঁজ ...

অনুকাব্য

আমার কষ্টগুলো এখন বেশ পরিণত
রাত দুপুরে যখন তখন আর ঝরঝর করে ঝরে পড়েনা
ওরা এখন পরিপক্ক নিপুণ হাতে বুকের গভীরে গর্ত খোঁড়ে
গাঁইতি চালায় দিনরাত ...নিঃশব্দে--

কুরে কুরে খায় হৃদয়ের স্পন্দন .. 

একজন চা প্রেমিকের জন্য


মেয়েটি কখনো চা ভালবাসেনি
চিনির সঙ্গে চা-পাতা পুড়িয়ে তার রঙ দিয়ে
কখনো আঁকেনি আলপনা হাতে
কিন্তু সে ভালবেসেছিল তার প্রেমিক কে
ভালবেসেছিল চা বাগানের পাহাড়-জঙ্গল, নুড়ি বিছানো নদী পথ  
আর তার প্রেমিক ভালবেসেছিল সমুদ্র, উত্তাল উন্মাতাল সমুদ্র
কী ভীষণ বৈপরীত্য !
যদিও চা ভালবাসেনি মেয়েটি কিন্তু নতুন সংসারে সে কিনে আনল দুটি চায়ের কাপ  
জুঁই সাদা, দোকানে দোকানে খুঁজে ফিরলো আসাম, সিকিম, দার্জিলিং চা 
সমস্ত শহর তন্নতন্ন করে খুঁজল একটি সমুদ্র সবুজ টি-পট,  
আর জংলা ছোপের টি-কোজি... মনে মনে পাখা মেলে কল্পনা
সমুদ্র সবুজ টি-পট, ঢেকে যাবে জংলা ছোপের টি-কোজি তে  
আর তার ভিতরে ধীরে ধীরে রঙ ছড়াবে
আসামের বিসাকপি কিংবা বিজু এস্টেট এর কড়া ঘ্রাণ এর চা, মেয়েটি ভাবে
নিশ্চয় কোন এক নুড়ি বিছানো নদীর জল বর্ষার ঢল হয়ে ছুঁয়ে গেছে এ চায়ের পাতা
ভেবে ভেবে নিজের অজান্তেই হেসে ওঠে মেয়েটি  
মেয়েটি চা ভালবাসেনি, ভালবেসেছিল নুড়ি বিছানো নদী পথ 
ভালবেসেছিল তার সমুদ্রসম প্রেমিককে
তাই সে খুঁজেছিল
ছোট্ট একটি টি-পট, যাতে শুধু মাত্র দুজনের- একান্ত দুজনের চা ধরে
মেয়েটি চা ভালবাসেনি বটে, কিন্তু তার প্রেমিক তো বেসেছিল   
তবুও তার কখনো কেনা হয়ে ওঠেনি ছোট্ট টি-পট, জংলা ছোপ টি-কোজি
তার আগেই উত্তাল সমুদ্র ভাসিয়ে নিয়ে গেছে তার প্রেমিককে, তার সংসার
রয়ে গেছে শুধু ডিএসএলআর এর ক্লিকে ফ্রেমে বন্দী হওয়া  
জুঁই সাদা চায়ের কাপ, হাসিমুখ আর তার বিপরীতে
পড়ন্ত সোনালী বিকেল আর জুঁই এর গন্ধভরা হু হু করা চৈত্রের বাতাস


Tuesday 8 October 2013

ছায়ার সঙ্গে কথোপকথন

এতটা আত্মবিস্মৃত এখনও হইনি আমি
হইনি বিচ্ছিন্ন বিমগ্ন নিজের সত্ত্বা থেকে
আমার শিরা উপশিরা এখনও প্লাবিত হয়নি আত্মপ্রতারণার নীল বিষে  
যে আমাকে তুমি পরিচয় করিয়ে দেবে আমার অস্তিত্বের কণ্ঠস্বর এর সঙ্গে
ক্ষীণ দ্বিধান্বিত কণ্ঠে যখন বলে ওঠো “...শুনছো ? আমি ...আমি বলছি”
টিয়া পাখির এক একটি ঘন সবুজ পালক উড়ে উড়ে এসে জমা হয় বুকের বন্ধ তোরঙ্গে
তোরঙ্গের প্রতিটি খাঁজের খাজাঞ্চিখাতায় থেকে যায় পেজমার্ক হয়ে
আমি একটুকুও অবাক নই, উচ্ছসিত নই, হতবিহ্বল নই
কেননা আমি চিনি তোমার কণ্ঠস্বর, আমার অস্তিত্বের কণ্ঠস্বর
পৃথিবীর যেকোনো প্রান্ত – হোক তা দুর্গম, গহীন কিংবা সমতল ব-দ্বীপ এর কোন ছায়াসুনিবিড় গ্রাম –
থেকেই তা ভেসে আসুকনা কেন, আমি চিনি
কারণ আমি চিনি আমার অস্তিত্বকে
আমি চিনি আমার নিজের ছায়া
আমার ‘আমি’ কে আমি চিনি
শুধু তুমিই চেননি আমাকে  ...


চলেই যদি যাবে তবে কেন এসেছিলে

চলেই যদি যাও
কেন রয়ে যাও বুকের ভেতর এত গভীর করে ?
একটুখানি হোঁচট খাওয়া ব্যাথার মত
বাক্সবন্দী চিঠির হলদে হয়ে যাওয়া পাতার মত
দেয়ালের গায়ে লেগে থাকা শেষ বিকেলের বিষণ্ণ একটুকরো রোদ্দুরের মত
যত্নে বোনা মেখলার ভাঁজে ভাঁজে রাখা দারুচিনি আর এলাচ এর সুবাস এর মত
রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কেউ যেন ডাকল ভেবে পেছন ফিরে তাকানোর মত
কেন রয়ে যাও ?
চলেই যদি যাও,
মুঠোফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসা “...আমি” ধ্বনি হয়ে
কেন ফিরে ফিরে আস কুয়াশাঘেরা স্মৃতির কানাগলিতে ?
ফেলে রেখে খেলাধুলার সরল সংসার, চলেই যদি গেলে  
শুন্য কেন করে দিয়ে গেলেনা স্মৃতির ভাঁড়ার ?  
আনাড়ি হাতে গীটার এর তারে তোলা টুংটাং শব্দের মত
হৃদয়ের ছিলায় তুলে টান, চলেই যদি যাবে

তবে কেন এসেছিলে ? 

Saturday 5 October 2013

শূন্যতায় কার ছায়া

কুয়াশাভেজা চাঁদের ম্লান আলোয় ভেসে যায় নিস্তব্ধ চরাচর
বুকের হাঁপর থেকে বেরিয়ে আসে গাঢ় দীর্ঘশ্বাস
নিদারুণ হাহাকার ফিরে ফিরে আসে প্রতিধ্বনি হয়ে
খাঁ খাঁ করা শূন্যতায় কার ছায়া পড়ে ?
কে ওখানে ?
ঘামে ভেজা পিঠ, অবসন্ন পা
বিষাদগ্রস্ত মুখ
কে ? কে তুমি পেরিয়ে যাও বুকের সীমান্তের কাঁটাতার ?
কে নাড়িয়ে যাও বন্ধ দুয়ার ?
পথিক ! ক্লান্ত পথিক !
পেরিয়ে এলে বুঝি সুনীল সাগর ?
অথৈ প্লাবন ? ব্লাষ্টফার্নেস এর মত জ্বলে যাওয়া প্রান্তর ?
এলে বুঝি জয় করে সুউচ্চ পর্বতশিখর ?
অলিম্পাস এর পাদদেশ এ দেবী হেরার মন্দির এ---
নতজানু হয়ে প্রার্থনায় প্রার্থনায় বুঝি আমাকেই খুঁজছিলে তুমি ?
মেলেনা উত্তর –
শুধু প্রতিধ্বনি হয়ে ফিরে আসে দীর্ঘশ্বাস
ফিরে আসে হাহাকার

ফিরে আসে শূন্যতা ...

মাচ্চু-পিচ্চুতে অস্তিত্বের ছায়া

ছায়া ছায়া শরীরে দীর্ঘক্ষণ হেঁটে চলেছি পাশাপাশি দুজন
সাদা সাদা মেঘের কাঁথায় ঢেকে গিয়েছে পাণ্ডুরবর্ণ চাঁদ ততক্ষণে
চারিদিকে তরল অন্ধকার  
নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যায়না
হঠাৎ তোমার মুখের দিকে তাকিয়ে দেখি
এ কোন অচেনা তুমি !
ছুঁতে গেছি যেই
সরে গেলে দূরে
ক্রমাগত দূরে যেতে যেতে পৌঁছে গেলে মাচ্চু-পিচ্চুর উচ্চতায়
তোমার অস্তিত্বের ছায়া ক্রমাগত বড় হতে হতে
পাদদেশে দাঁড়ানো আমাকে গ্রাস করতে শুরু করেছে
আমার বুকের ভেতর তখন দুড়মুশ পেটার শব্দ শুধু ---
ঘেমে নেয়ে একাকার আমি
চোখ খুলে দেখি সাদা মেঘের কাঁথা ছেড়ে জেগে উঠেছে পাণ্ডুরবর্ণ চাঁদ,
তার হলদেটে আলোয় প্লাবিত হচ্ছে বহু পুরনো একটি যুগল ফটোগ্রাফ; আর
একটা আস্ত মানুষ গিলে খাবার ক্ষুধা নিয়ে হা হা করছে
আমার একতলার পরিপাটী সাজানো ঘর
শুধু তুমি রয়ে গেলে মাচ্চু-পিচ্চুর উচ্চতায়

আমার ঘুমটুকু কেড়ে নিয়ে --- 

শুধু তোমার কথা ভেবে

তোমার কথা ভেবে ভেবে আমার রাত কাটলো
আমার সকাল হল তোমার কথা ভেবে   
হাঁসের ডিমের খোলসের মত নীলচে আকাশ জুড়ে সোনালী রঙ ধরল
তারপর সূর্য উঠি উঠি করেও আর উঠলোনা
নীলচে বেগুনী আকাশটা ধীরে ধীরে হয়ে গেল তোমার ছাই রঙা টি-শার্ট 
তোমার ওই ছাই রঙের বিস্তৃত আকাশে মুখ গুঁজে
কত কত রাত্রি-দিন কেটেছে আমার; কুম্ভকর্ণের মত ঘুমে
আজ সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হল তোমার কথা ভেবে
আমার বেলা গেল, সন্ধ্যে হল
আজ আমার কোন কাজ হলনা শুধু তোমার কথা ভেবে