Saturday, 7 September 2013

মাঝে মাঝে খুব ভাল লাগে

মাঝে মাঝে ঠিক এইরকম শুনশান একটা দুপুর
খুব ভাল লাগে
ঠিক এইরকম, ঝিরঝিরে হাওয়ায় শব্দ তুলে জেগে ওঠে ইউক্যালিপটাস এর পাতা
কেয়াবনের নীচে একটু ঝুপঝুপে তরল ছায়া পড়ে
একজন বৃদ্ধ এলোমেলো উদাস ভঙ্গীতে হেঁটে চলেন বাগানে
ঠিক এইরকম একটা দুপুর মাঝে মাঝে খুব ভাল লাগে
বোগেনভিলিয়ার ঝাড়ের ভিতর থেকে ভেসে আসে মৌমাছির গুনগুন
ঠিক এইরকম একটা গুনগুন করা দুপুর খুব ভাল লাগে মাঝে মাঝে
প্রজাপতি আর ফড়িং এর বিস্তর ওড়াওড়ি দেখতে দেখতে
ঝরা পাতা নিয়ে বাতাসের খেলা দেখতে দেখতে
আমার তখন; প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে ঝরে পড়া সজনে ফুলের কথা মনে পড়ে
থানকুনি পাতা দিয়ে শিং মাছের ঝোল আর ধোঁয়া ওঠা গরম ভাতের কথা মনে পড়ে
মায়ের কথা মনে পড়ে ....
মনটা কেমন যেন করে ওঠে
ঠিক তখনি তীক্ষ্ণ চিৎকারে নিজের অস্তিত্ব জানান দেয় একটা দোয়েল
এই রকম একটা মন কেমন করা দুপুর, মাঝে মাঝে আমার খুব ভাল লাগে ।

No comments:

Post a Comment