প্রতিমুহূর্তে তোমার সাথে আমার কথোপকথন জন্ম দেয়
এক একটি অলিখিত মহাকাব্যের,
সে মহাকাব্যের পাতায় পাতায় অসাধারণ নির্মাণশৈলীর উদাহরণ
ঠিক কোন এক প্রাচীন সভ্যতার মতই
জন্ম দেয় এক একটি সুখের সিম্ফনির
সে সিম্ফনি তোমার রক্তে জাগায় অনুরণন
আকাশের কোন এক দূরতম নক্ষত্রের দিকে তাকিয়ে
সে সিম্ফনির ভেলায় ভাসতে ভাসতে
তুমি চলে যাও অজানায় অসীমে অতীতে
যে সুবর্ণ অতীত ধারন করে অমৃতসুধা কোন
কিংবা কারো হৃদয় ছাপাঙ্কিত মোহর
তুমি বলে ওঠ
‘নক্ষত্রজাতক আমি
আমিও নক্ষত্র হব
সুপারনোভা হয়ে ধ্বংস হব
তুমি সেঁকে নিও হৃদয় তাতে
আর সে হৃদয়ে আমৃত্যু ধারন করো আমাকে’
সভ্যতার পর সভ্যতা মরে যায়, ক্ষয়ে যাওয়া ইটের পাঁজায়
রেখে যায় অসমাপ্ত ‘রেক্যুইম’ এক
নক্ষত্রও মরে যায়, রেখে যায় প্রাচীন হৃদয় কোন
যে হৃদয়ে অনন্তকাল ধরে বাজে সুখের সিম্ফনি....
এক একটি অলিখিত মহাকাব্যের,
সে মহাকাব্যের পাতায় পাতায় অসাধারণ নির্মাণশৈলীর উদাহরণ
ঠিক কোন এক প্রাচীন সভ্যতার মতই
জন্ম দেয় এক একটি সুখের সিম্ফনির
সে সিম্ফনি তোমার রক্তে জাগায় অনুরণন
আকাশের কোন এক দূরতম নক্ষত্রের দিকে তাকিয়ে
সে সিম্ফনির ভেলায় ভাসতে ভাসতে
তুমি চলে যাও অজানায় অসীমে অতীতে
যে সুবর্ণ অতীত ধারন করে অমৃতসুধা কোন
কিংবা কারো হৃদয় ছাপাঙ্কিত মোহর
তুমি বলে ওঠ
‘নক্ষত্রজাতক আমি
আমিও নক্ষত্র হব
সুপারনোভা হয়ে ধ্বংস হব
তুমি সেঁকে নিও হৃদয় তাতে
আর সে হৃদয়ে আমৃত্যু ধারন করো আমাকে’
সভ্যতার পর সভ্যতা মরে যায়, ক্ষয়ে যাওয়া ইটের পাঁজায়
রেখে যায় অসমাপ্ত ‘রেক্যুইম’ এক
নক্ষত্রও মরে যায়, রেখে যায় প্রাচীন হৃদয় কোন
যে হৃদয়ে অনন্তকাল ধরে বাজে সুখের সিম্ফনি....
No comments:
Post a Comment