Tuesday, 17 September 2013

ভেজা এই শহরটা

ভিজছে বিদ্যুতের পোল, সাইনবোর্ড, ল্যাম্পপোস্ট
ভিজছে নিমগ্ন কারপার্কিং
ভিজে যাচ্ছে বারান্দায় ঝুলে থাকা নিঃসঙ্গ তোয়ালে
ভিজতে ভিজতে দর হেঁকে চলে নিলামি
পারলে ভেজা এই শহরটাকে বিকিয়ে দেয় জলের দরে
বর্ষাতি আর ছাতির আড়ালে নিজেকে বাঁচিয়ে চলে যান্ত্রিক মানুষ
কেউ কেউ আড়চোখে একবার দেখে নেয় সবজি দোকানীর হাঁকাহাঁকি
ভিজে হাওয়ায় ভিজে ভিজে সুর ছড়াচ্ছে উইন্ডচাইমস
ভিজে যাচ্ছে এই শহর
ভিজে যাচ্ছে যান্ত্রিকতা
হায়েডিজ এর শোকের অশ্রুতে,
ধুয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, ভিজে ভিজে কুঁকড়ে যাচ্ছে এই একাকী বিষণ্ণ শহর ...

No comments:

Post a Comment