Saturday, 5 October 2013

শুধু তোমার কথা ভেবে

তোমার কথা ভেবে ভেবে আমার রাত কাটলো
আমার সকাল হল তোমার কথা ভেবে   
হাঁসের ডিমের খোলসের মত নীলচে আকাশ জুড়ে সোনালী রঙ ধরল
তারপর সূর্য উঠি উঠি করেও আর উঠলোনা
নীলচে বেগুনী আকাশটা ধীরে ধীরে হয়ে গেল তোমার ছাই রঙা টি-শার্ট 
তোমার ওই ছাই রঙের বিস্তৃত আকাশে মুখ গুঁজে
কত কত রাত্রি-দিন কেটেছে আমার; কুম্ভকর্ণের মত ঘুমে
আজ সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হল তোমার কথা ভেবে
আমার বেলা গেল, সন্ধ্যে হল
আজ আমার কোন কাজ হলনা শুধু তোমার কথা ভেবে  


No comments:

Post a Comment