চলেই
যদি যাও
কেন
রয়ে যাও বুকের ভেতর এত গভীর করে ?
একটুখানি
হোঁচট খাওয়া ব্যাথার মত
বাক্সবন্দী চিঠির হলদে হয়ে যাওয়া পাতার মত
দেয়ালের
গায়ে লেগে থাকা শেষ বিকেলের বিষণ্ণ একটুকরো রোদ্দুরের মত
যত্নে বোনা মেখলার ভাঁজে ভাঁজে রাখা দারুচিনি আর এলাচ এর সুবাস এর মত
রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কেউ যেন ডাকল ভেবে পেছন ফিরে তাকানোর মত
কেন রয়ে যাও ?
চলেই
যদি যাও,
মুঠোফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসা “...আমি” ধ্বনি হয়ে
কেন
ফিরে ফিরে আস কুয়াশাঘেরা স্মৃতির কানাগলিতে ?
ফেলে রেখে খেলাধুলার সরল সংসার, চলেই যদি গেলে
শুন্য কেন করে দিয়ে গেলেনা স্মৃতির ভাঁড়ার ?
আনাড়ি হাতে গীটার এর তারে তোলা টুংটাং শব্দের মত
হৃদয়ের ছিলায় তুলে টান, চলেই যদি যাবে
তবে কেন এসেছিলে ?
No comments:
Post a Comment