Tuesday, 8 October 2013

ছায়ার সঙ্গে কথোপকথন

এতটা আত্মবিস্মৃত এখনও হইনি আমি
হইনি বিচ্ছিন্ন বিমগ্ন নিজের সত্ত্বা থেকে
আমার শিরা উপশিরা এখনও প্লাবিত হয়নি আত্মপ্রতারণার নীল বিষে  
যে আমাকে তুমি পরিচয় করিয়ে দেবে আমার অস্তিত্বের কণ্ঠস্বর এর সঙ্গে
ক্ষীণ দ্বিধান্বিত কণ্ঠে যখন বলে ওঠো “...শুনছো ? আমি ...আমি বলছি”
টিয়া পাখির এক একটি ঘন সবুজ পালক উড়ে উড়ে এসে জমা হয় বুকের বন্ধ তোরঙ্গে
তোরঙ্গের প্রতিটি খাঁজের খাজাঞ্চিখাতায় থেকে যায় পেজমার্ক হয়ে
আমি একটুকুও অবাক নই, উচ্ছসিত নই, হতবিহ্বল নই
কেননা আমি চিনি তোমার কণ্ঠস্বর, আমার অস্তিত্বের কণ্ঠস্বর
পৃথিবীর যেকোনো প্রান্ত – হোক তা দুর্গম, গহীন কিংবা সমতল ব-দ্বীপ এর কোন ছায়াসুনিবিড় গ্রাম –
থেকেই তা ভেসে আসুকনা কেন, আমি চিনি
কারণ আমি চিনি আমার অস্তিত্বকে
আমি চিনি আমার নিজের ছায়া
আমার ‘আমি’ কে আমি চিনি
শুধু তুমিই চেননি আমাকে  ...


No comments:

Post a Comment