কুয়াশাভেজা চাঁদের ম্লান আলোয় ভেসে যায় নিস্তব্ধ চরাচর
বুকের হাঁপর থেকে বেরিয়ে আসে গাঢ় দীর্ঘশ্বাস
নিদারুণ হাহাকার ফিরে ফিরে আসে প্রতিধ্বনি হয়ে
খাঁ খাঁ করা শূন্যতায় কার ছায়া পড়ে ?
কে ওখানে ?
ঘামে ভেজা পিঠ, অবসন্ন পা
বিষাদগ্রস্ত মুখ
কে ? কে তুমি পেরিয়ে যাও বুকের সীমান্তের কাঁটাতার ?
কে নাড়িয়ে যাও বন্ধ দুয়ার ?
পথিক ! ক্লান্ত পথিক !
পেরিয়ে এলে বুঝি সুনীল সাগর ?
অথৈ প্লাবন ? ব্লাষ্টফার্নেস এর মত জ্বলে যাওয়া প্রান্তর ?
এলে বুঝি জয় করে সুউচ্চ পর্বতশিখর ?
অলিম্পাস এর পাদদেশ এ দেবী হেরার মন্দির এ---
নতজানু হয়ে প্রার্থনায় প্রার্থনায় বুঝি আমাকেই খুঁজছিলে তুমি ?
মেলেনা উত্তর –
শুধু প্রতিধ্বনি হয়ে ফিরে আসে দীর্ঘশ্বাস
ফিরে আসে হাহাকার
ফিরে আসে শূন্যতা ...
No comments:
Post a Comment