ছায়া ছায়া শরীরে দীর্ঘক্ষণ হেঁটে চলেছি পাশাপাশি দুজন
সাদা সাদা মেঘের কাঁথায় ঢেকে গিয়েছে পাণ্ডুরবর্ণ চাঁদ ততক্ষণে
চারিদিকে তরল অন্ধকার
নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যায়না
হঠাৎ তোমার মুখের দিকে তাকিয়ে দেখি
এ কোন অচেনা তুমি !
ছুঁতে গেছি যেই
সরে গেলে দূরে
ক্রমাগত দূরে যেতে যেতে পৌঁছে গেলে মাচ্চু-পিচ্চুর উচ্চতায়
তোমার
অস্তিত্বের ছায়া ক্রমাগত বড় হতে হতে
পাদদেশে দাঁড়ানো আমাকে গ্রাস করতে শুরু করেছে
আমার বুকের ভেতর তখন দুড়মুশ পেটার শব্দ শুধু ---
ঘেমে নেয়ে একাকার আমি
চোখ খুলে দেখি সাদা মেঘের কাঁথা ছেড়ে জেগে উঠেছে পাণ্ডুরবর্ণ চাঁদ,
তার হলদেটে আলোয় প্লাবিত হচ্ছে বহু পুরনো একটি যুগল ফটোগ্রাফ; আর
একটা
আস্ত মানুষ গিলে খাবার ক্ষুধা নিয়ে হা হা করছে
আমার একতলার পরিপাটী সাজানো ঘর
শুধু তুমি রয়ে গেলে মাচ্চু-পিচ্চুর উচ্চতায়
আমার ঘুমটুকু কেড়ে নিয়ে ---
No comments:
Post a Comment