Friday, 11 October 2013

অনুকাব্য

আমার কষ্টগুলো এখন বেশ পরিণত
রাত দুপুরে যখন তখন আর ঝরঝর করে ঝরে পড়েনা
ওরা এখন পরিপক্ক নিপুণ হাতে বুকের গভীরে গর্ত খোঁড়ে
গাঁইতি চালায় দিনরাত ...নিঃশব্দে--

কুরে কুরে খায় হৃদয়ের স্পন্দন .. 

No comments:

Post a Comment