তুমি ছিলে তাই
তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ভিজিনি কখনো
তুমি ছিলে তাই
বসন্ত উৎসবে মাতিনি আমি কোনদিন
তুমি ছিলে তাই
টিএসসি মোড়ের আড্ডাগুলোকে নির্দ্বিধায় পায়ে ঠেলে দিতে পারতাম
তুমি ছিলে তাই
আমি প্রচণ্ড শীতকাতুরে ছিলাম
তুমি ছিলে তাই
চপিন, রাচমানিনফ আমার কাছে অপ্রয়োজনীয় ছিল
তুমি ছিলে তাই
তোমাকে হারানোর যন্ত্রণায় আমি সপ্নের ভিতরে ভীষণ কেঁদে উঠতাম
তুমি ছিলে তাই
তুমি নিরাপদে কোথাও না পৌঁছানো পর্যন্ত আমি বিনিদ্র থাকতাম
উৎকর্ণ অপেক্ষা, শুধু অপেক্ষা মুঠোফোনে কখন আসবে বার্তা
তুমি ছিলে তাই
আমার মৃত্যুর ভয় ছিল
ছুটে আসা ট্রেনকে আমি ভীষণ ভয় পেতাম
অন্ধকারে পা ফেলতে ভয় পেতাম
কোথায় কি থাকে না থাকে সাপখোপ, মাকড়সা এই লাল মাটির দেশে
তুমি ছিলে তাই
আমার যত রাগ গিয়ে পড়ত তোমার উপর
এখন তুমি নেই,
তাই আমি প্লাটফর্ম এর ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে, ট্রেনের আসা-যাওয়া দেখি
তুমি নেই তাই
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নকটার্ন ও আমাকে পাঠাতে পারেনা ঘুমের দেশে
যদিও এখন তুমি নেই
তবুও তোমার জন্য আমার দুশ্চিন্তা হয়,
সকালের মৃদুমন্দ বাতাসের হাতে
আমি আনন্দ ভৈরবী সুরে মঙ্গলআকাঙ্ক্ষা পাঠিয়ে দিই প্রতিদিন
যদিও তুমি নেই, যদিও তুমি আর কখনো ফিরবেনা
তবুও আমি সপ্নের ভিতরে তোমাকে পাওয়ার আনন্দে হেসে উঠি .......
তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ভিজিনি কখনো
তুমি ছিলে তাই
বসন্ত উৎসবে মাতিনি আমি কোনদিন
তুমি ছিলে তাই
টিএসসি মোড়ের আড্ডাগুলোকে নির্দ্বিধায় পায়ে ঠেলে দিতে পারতাম
তুমি ছিলে তাই
আমি প্রচণ্ড শীতকাতুরে ছিলাম
তুমি ছিলে তাই
চপিন, রাচমানিনফ আমার কাছে অপ্রয়োজনীয় ছিল
তুমি ছিলে তাই
তোমাকে হারানোর যন্ত্রণায় আমি সপ্নের ভিতরে ভীষণ কেঁদে উঠতাম
তুমি ছিলে তাই
তুমি নিরাপদে কোথাও না পৌঁছানো পর্যন্ত আমি বিনিদ্র থাকতাম
উৎকর্ণ অপেক্ষা, শুধু অপেক্ষা মুঠোফোনে কখন আসবে বার্তা
তুমি ছিলে তাই
আমার মৃত্যুর ভয় ছিল
ছুটে আসা ট্রেনকে আমি ভীষণ ভয় পেতাম
অন্ধকারে পা ফেলতে ভয় পেতাম
কোথায় কি থাকে না থাকে সাপখোপ, মাকড়সা এই লাল মাটির দেশে
তুমি ছিলে তাই
আমার যত রাগ গিয়ে পড়ত তোমার উপর
এখন তুমি নেই,
তাই আমি প্লাটফর্ম এর ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে, ট্রেনের আসা-যাওয়া দেখি
তুমি নেই তাই
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নকটার্ন ও আমাকে পাঠাতে পারেনা ঘুমের দেশে
যদিও এখন তুমি নেই
তবুও তোমার জন্য আমার দুশ্চিন্তা হয়,
সকালের মৃদুমন্দ বাতাসের হাতে
আমি আনন্দ ভৈরবী সুরে মঙ্গলআকাঙ্ক্ষা পাঠিয়ে দিই প্রতিদিন
যদিও তুমি নেই, যদিও তুমি আর কখনো ফিরবেনা
তবুও আমি সপ্নের ভিতরে তোমাকে পাওয়ার আনন্দে হেসে উঠি .......
No comments:
Post a Comment