Monday 9 December 2013

শূন্যতা -১

আমার ভেতর বাড়ীর একমহলা উঠোন জুড়ে
এখন কেবলই শূন্যতার রাসউৎসব
নিকনো প্রাঙ্গনে রঙবাহারি অভিমানের পসরা নিয়ে
বসে আছি একলা বাউল 
ক্রেতা নেই তার
হাহাকারের মাদল ধ্বনিতে হৃদয়ের তাণ্ডব নৃত্য চলে সেখানে
রাতভর, কোজাগরী চাঁদ ভাসে চোখের বেনোজলে

সে জলে পুণ্যতার স্নান সারে প্রাচীন হৃদয়  

No comments:

Post a Comment