Monday 9 December 2013

আক্রোশ

মাঝে মাঝে মনে হয়
দুম করে পাল্টে দিই পৃথিবীর খোলনলচে
অনেকটা শেষ বলে ছক্কা পেটানোর মত
শার্সির এর কাঁচ এর মত ঝনঝন শব্দে ভেঙে যাই
সেই কাঁচে পা রেখে রক্তাক্ত হোক, শুধু রক্তাক্ত হোক কবিতাহীন হৃদয় 
টেনে ছিঁড়ে ফেলি শৈল্পিক মুখোশ,
ঠোঁট থেকে উপড়ে নিই মনোরম মেকি হাসি
শরীরে বুনে দিই ফণীমনসার বীজ
দুঃস্বপ্নময় করে দিই তার রাত্রিদিন
লুকিয়ে রাখি তার চোখের ঘুম প্রাণভোমরার মত
আমারই গহীনে
সে বুঝুক, নির্ঘুমতার যন্ত্রণা কি ভীষণ!!
ফ্রিজশটে স্তব্ধ করে দিই তার চলে যাওয়া

আমার দিকে ফিরে হেসে, তার শেষ চলে যাওয়া । 

No comments:

Post a Comment