Monday 9 December 2013

জেগে ওঠো অমল মেয়ে

ক্ষোভের আগুনে আর কত পুড়বে তুমি মেয়ে ? 
নিজেকে নিজে আর কত ধ্বংস করবে তুমি ?
অতটা পুড়োনা আর
তোমার জীবনটা তো শুধু তোমারই 
বাঁচ, ভীষনভাবে বাঁচ
'না' বলো সমস্ত প্রতিকূলতাকে
'না' বলো সমস্ত ভয়কে 
'না' বলো মনের দাসত্ব কে 
'না' বলো সমস্ত ধ্বংস কে
সৃষ্টি করো, শুধু সৃষ্টি করো নিজের জীবন 
ভরিয়ে তোলো আনন্দে
ঘৃণার আগুনে পুড়িয়ে ছাই করে দাও সমস্ত অকল্যাণ
বিদ্রোহ করো, ছিনিয়ে নাও তোমার স্বাধীনতা
বাঁচ মেয়ে, বাঁচতে শেখ
জেগে ওঠো আমার মেয়েটা
সকালের স্নিগ্ধ অরুণ হয়ে, অমল আলো হয়ে
যে আলো তোমার ঘুমন্ত গালে পড়ে স্বর্গীয় আভা তৈরী করে
জেগে ওঠো, দেখো
এ পৃথিবী তোমার হাসিমাখা অধরে লুটিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে........

No comments:

Post a Comment